অনতিবিলম্বে ডাঃ মুরাদকে মন্ত্রীত্ব থেকে অব্যাহতি দিন, নয় সরকারকে পদত্যাগ করতে হবে!
বিক্ষোভ সভায় জাপা নেতা উছমান আলী

নিজস্ব প্রতিবেদক: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার হুমকী ও ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি, ইসলাম প্রিয় তৌহিদী জনতার প্রাণের স্পন্দ, পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদকে কটাক্ষ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এর সংবিধান পরিপন্থী ও বেয়াদবী বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান বলেন, ৯৫% মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। ইসলামকে সংবিধান থেকে মুছে দেয়ার দুঃসাহসী বক্তব্যের মাধ্যমে তৌহিদী জনতাকে অবমাননা ও সংবিধান পরিপন্থী বক্তব্যের মাধ্যমে সংবিধান লংঘন করেছেন।
তিনি আরো বলেন, মুরাদ হাসান ভুলে গেছেন পল্লীবন্ধু ও জাতীয় পার্টির অবদানে আজ তারা ক্ষমতায় আছেন। অকৃতজ্ঞ এমন বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে, তিনি মন্ত্রীত্ব করার যোগ্য নয়। অনতিবিলম্বে মুরাদ হাসান কে মন্ত্রীত্ব থেকে অব্যহতি দেয়া হোক। নয়তো সরকার পরিবর্তনের আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন করা হবো।
জাতীয় পার্টি সিলেট জেলার নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে সুরমা মাকের্টে সামনে নাগরী পয়েন্টে সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব কুনু মিয়ার সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জাপার জেলার সিনিয়র সদস্য মোঃ দৌলা মিয়া, আব্দুস শহীদ, মকবুল হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ আশিক মিয়া, আলী হোসেন সরকার, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম. মুর্শেদ খান, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী, যুব সংহতি নেতা কয়েছ আহমদ, ফয়জুর রহমান গেদুল, আলী হোসেন, হাবিবুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ, এস.এম শামীম, সিনিয়র সদস্য আরজু মিয়া, মিনহাজ আহমদ, আফজাল হোসেন মুন্না, সামাদ আহমদ, রিপন আহমদ, কামরুল ইসলাম, ছানু মিয়া, যুব নেতা আব্দুল হান্নান চৌধুরী, মোহাম্মদ আলী কানু, সুমন শাহ, জসিম উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব কুনু মিয়ার বলেন, দেশকে শান্ত ও শৃঙ্খলিত রাখতে জাতীয় পার্টি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এমন নির্বোধ মন্ত্রীর বক্তব্য গোটা মুসলিম জাতিকে ব্যথিত করেছে। তিনি সরকারে হুশিয়ার করে বলেন, দেশবাসী ফুসে ওঠার আগেই মুরাদ হাসানকে মন্ত্রী থেকে অব্যহতি দেয়া হোক।