অনুশীলনে ফিরলেন সাকিব

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১ | আপডেট: ৫:৪৮:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্র থেকে ফিরে তিনদিনের হোটেল কোয়ারেন্টিনে ছিলেন সাকিব আল হাসান। কোভিড নেগেটিভ হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অবশ্য গতকাল শুক্রবারই দলের অনুশীলন শুরু হয়েছিল।

শনিবার দুপুরের দিকে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব। দুপুর ২টায় অনুশীলনে নামেন সাকিব। দলের সঙ্গে ওয়ার্ম আপ সেশনে অংশ নেননি তিনি। সরাসরি ইনডোরে চলে যান নেট প্র্যাকটিসে।

বাংলাদেশ দলের অনুশীলনে নামার আগে সকাল ১০টা থেকে শেরে বাংলায় দ্বিতীয় দিনের অনুশীলন সারেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

দুই দলের অনুশীলন চলবে ৩১ তারিখ পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে- ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই বিকেল ৪টায় শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add