
মেঘলা নিউজ ডেস্ক: অপরিচ্ছন্ন জায়গায় খাবার তৈরি ও বিক্রি করার অভিযোগে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার নবাবী হোটেলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ অক্টোবর) বিকেলে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
তিনি বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ মিশ্রিত জর্দার রং, সয়া সস, ভিনেগার, টেস্টিং সল্ট খাদ্যে মেশানো এবং স্যাঁতস্যাঁতে, ময়লা ও নোংরা স্থানে উপাদানসামগ্রী রাখার অভিযোগে হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সেনিটারি ইন্সপেক্টর দীপক মজুমদারসহ পুলিশের একটি টিম।