অবশেষে ভোট দিয়েছেন জাপা প্রার্থী আতিক

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১ | আপডেট: ৪:২৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার অবসানের পর অবশেষে ভোট দিয়েছেন সিলেট-৩ আসনের উপ নির্বাচনের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক।

 শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫২ মিনিটে প্রার্থীর নিজ কেন্দ্র দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এসময় তিনি তার ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সকালে ভোট দিতে এসে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কারণে ভোট দিতে পারিনি। তবে এখন ভোট দিতে পেরে আমি সন্তুষ্ট।

এদিকে সকালে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ না মেলায় নিজের ভোট দিতে পারেননি সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। পরে তাকে পুনরায় আসতে বলেন নির্বাচন কর্মকর্তারা।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম বলেন, ওই প্রার্থী এর আগে হবিগঞ্জের ভোটার ছিলেন। সম্প্রতি তিনি হবিগঞ্জ থেকে এখানে ভোট স্থানান্তর করেন। কিন্তু তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় তার ভোটটি এখানকার তালিকায় আপডেট হয়নি। তবে সকালের ঘটনার পরই আমি নির্বাচন কমিশনে কথা বলেছি। দ্রুত তার ভোটার নাম্বার এখানে আপডেট করা হয়েছে। বিকেলে তিনি তার ভোট দেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add