আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল সোমবার (৪ অক্টোবর) জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৩ অক্টোবর) শামছ-ই-আরেফিন বলেন, বিউবো-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দীন ফিডার বিভাজন কাজের জন্য আজ সোমবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরের মীরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, টুলটিকর, কুশিঘাট, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তিনি জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add