আগামীকাল সিলেট নগরীর কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১ | আপডেট: ১২:২০:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) উন্নয়নকাজের জন্য  সিলেট নগরীর ৬টি এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন প্রকল্পের কাজের স্বার্থে বুধবার (১৫/০৯/২০২১ ইং) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর টিলাগড়, শাপলাবাগ, কল্যাণপুর, টুলটিকর, ফুলবাগ এবং মীরাপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই ৪ ঘণ্টা গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add