আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১ | আপডেট: ১২:১৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক:  ঢাকার আশুলিয়ায় চুলা থেকে ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠ সংলগ্ন এলাকার হুমায়ুন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা জিহাদ হোসেন জানান।

নিহত আঁখি মনি লালমনিরহাটের বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে। সে পোশাক শ্রমিক বাবা ও মায়ের সঙ্গে আশুলিয়ার জামগড়ার এলাকায় থাকত।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জিহাদ বলেন, আঁখি তাদের টিনশেড ঘরে অন্য দুই শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় তার বাবা-মা বাইরে ছিলেন।

“এক পর্যায়ে আঁখিদের পাশের ঘরে চুলা থেকে আগুন লাগে এবং দ্রুতই তা ছড়িয়ে পরে। এ সময় দুই শিশু ঘর থেকে বের হতে পারলেও আঁখি ভয়ে খাটের নিচে লুকায়। পরে সেখানেই সে দগ্ধ হয়ে মারা যায়।”

আঁখির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add