
আনােয়ারুজ্জামান চৌধুরী’র অভিনন্দন
সিলেট -৩ আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এমন জয়ে আনন্দিত আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন নব নির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব।
প্রিয় বন্ধুর জয়ে আনন্দিত যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনােয়ারুজ্জামান চৌধুরীও। তিনিও তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি হাবিবকে শুভেচ্ছা জানানাের পাশাপাশি নিজের প্রত্যাশাও ব্যক্ত করেছেন।
তিনি উল্লেখ করেছেন- আওয়ামী লীগের এই তরুণতুর্কির মাধ্যমে জাতীয় সংসদে সিলেট -৩ আসনের সর্বস্থরের মানুষের সুখ দুঃখ আর আনন্দ বেদনার কথা উঠে আসবে।
পাশাপাশি তিনি নান্দনিক সিলেট -৩ উপহার দিতে সর্বোচ্চ পরিশ্রম করবেন- বলেও আশাবাদী আনােয়ারুজ্জামান চৌধুরী।