আনোয়ারুল হক হেলাল সিলেট প্রিমিয়ার লীগের ফাইন্যাল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১ | আপডেট: ৮:৫৯:অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারুল হক হেলাল সিলেট প্রিমিয়ার লীগ-২০২১”ফাইন্যাল খেলা শনিবার নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্ট আয়োজক কমিটির প্রধান উপদেষ্ঠা ও সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ,সাবেক ক্রিকেটার শেখ মো:আবুল হাসনাত বুলবুল এর পরিচালনায়, আয়োজক কমিটির সভাপতি আজাদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বক্তব্য বলেন…… বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য,সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,ডিএফএর সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম,সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি,সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম,টুর্ণামেন্টের টাইটেল স্পন্সর আনোয়ারুল হক হেলালের সহোদর ডা:এনামুল হক,সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন,বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুর, সিলেট মহানগর ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো:নাঈম আহমদ,প্রত্যুত প্রয়াস গ্রুপের চেয়্যারম্যান প্রত্যুত কুমার তালুকদার ,যুবলীগ নেতা আবুল হোসেন,কবির আহমদ,রিপন কোরেশী,ফুরকান আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জাহেদ হোসাইন তালুকদার প্রমুখ।

উপস্থিত ছিলেন উপদেষ্ঠামন্ডলীর সদস্যদের মধ্যে, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুক,সাংগঠনিক সম্পাদক তুহিন আহমদ,তপু বিশ্বাস,তারেক আহমদ,জাভেদ আহমদ,জাহেদ হাসান,ইকবাল হোসেন,রাজীব সিং।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিসবাহ,সহ সভাপতি সাঈদুর রহমান সায়মন,তুহিন আহমদ, মাঈদুল ইসলাম,ফয়জুল হক,ওবেদ আহমদ,ইরফান ইমরান আলী এনাম,রেইন,জুবায়ের,শফিক,সমির চৌধুরী,নাহিদ হাসান,রাজেল আহমদ,ফুয়াদ,সুলতান সোহান,কাজল প্রমুখ। ফাইন্যাল খেলায় রয়েল ক্যাফে গ্লাডিয়েটরসকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এনএসিসি ঝিগলী ছাতক।

মাউন্ড এডোরার সৌজন্যে টুর্নামেন্টে সেরা নির্বাচিত হন যৌথভাব সাঈদুর রহমান সায়মন ও কাজল আহমদ,মো:নাইমুল ইসলামের সৌজন্যে ম্যান অব ফাইন্যাল পুরষ্কার পান কাজল আহমদ,ইকরাম মহিয়সী শ্রেষ্ঠার সৌজন্যে বেস্ট বোলার পুরষ্কার পান তারেক আহমদ,এআর এন্টারটেউনমেন্ট ও অন টাইম ডেলিভারীর সৌজন্যে সর্বোচ্চ রানের পুরষ্কার পান কাজল আহমদ,বিগ সিক্স লেজার সেন্টারের সৌজন্যে বিগ সিক্স পুরষ্কার লাভ করেন কাজল আহমদ,ফেয়ার প্লে এডওয়ার্ড লাভ করে এসডিএস বিয়ানীবাজার টিম।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add