আফগান ওয়্যারলেসের ৬ বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১ | আপডেট: ৭:৩৫:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: আফগানিস্তানের মুঠোফোন প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেসের ছয় বাংলাদেশি প্রকৌশলী আজ মঙ্গলবার রাতে দেশে ফিরছেন।

আজ দুপুরে কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে কাতারে অবস্থানরত বাংলাদেশের ওই ছয় নাগরিক দোহা থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরবেন।

আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। তাঁদের মধ্যে ১২ জন শনিবার দুই দফায় কাতারে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য জানান। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ বাংলাদেশির বাকি ৩ জন কাবুলে অবস্থান করছিলেন।

১৫ বাংলাদেশির সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থীর বৃহস্প্তিবার কাবুল থেকে বাংলাদেশে আসার কথা ছিল। সেদিন সন্ধ্যায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এতে তাঁদের বাংলাদেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।

পরে শনিবার ১৫ বাংলাদেশির মধ্যে ১২ জন কাতারে যেতে সক্ষম হন। আর আফগান শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন শনিবার কাতারে পৌঁছান।

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থী আফগানিস্তানে ছুটি কাটাতে গিয়েছিলেন। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর তাঁরা আটকে পড়েন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add