আফগান সরকারি কর্মকর্তাদের জন্য তালেবানের ‘সাধারণ ক্ষমা’

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের ‘পূর্ণ আত্মবিশ্বাসের’ সঙ্গে কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান।
তালেবানের দেওয়া ঘোষণায় বলা হয়, “সরকারি সব কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। তাই আপনারা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে আপনাদের স্বাভাবিক জীবন শুরু করতে পারেন।”

বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে যারা সরকারের হয়ে অথবা পশ্চিমা সমর্থিত সংস্থাগুলোর হয়ে, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য দোভাষীর কাজ করেছেন, তারা প্রতিহিংসার শিকার হতে পারেন বলে শঙ্কা বিরাজ করছিল; এমন পরিস্থিতিতেই এ ঘোষণা দিল তালেবান।

নির্মম শাস্তি দেওয়ার জন্য তালেবানের পরিচিতি আছে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে কট্টারপন্থি এই গোষ্ঠীটি।

দেশটির পুলিশ, সেনাবাহিনী এবং সরকারি চাকরিজীবীদের নিজ অবস্থানে থাকার আহ্বান জানিয়ে কারও উপর প্রতিশোধ না নেওয়ার আশ্বাস দিয়েছে ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতায় ফেরা তালেবান।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add