আফগান সেনাবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১ | আপডেট: ১০:০৫:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

আফগান সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ওই যুদ্ধবিমানটি উজবেকিস্তানে প্রবেশের পরপরই তা বিধ্বস্ত হয়। উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির পাইলট সেটি থেকে ঝাঁপিয়ে পড়েন এবং তিনি জীবিত আছেন। খবর আল জাজিরার।

উজবেকিস্তানের একেবারে দক্ষিণের প্রদেশ সুরজনদারইয়োতে রোববার ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী। উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, বিমানটি পাইলট সেটি থেকে ঝাঁপিয়ে পড়েন এবং তিনি আহত হয়েছেন।

গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিনসহ ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। আগামী ৩১ আগস্টের মধ্যে সব বিদেশি সেনা প্রত্যাহারের এই ঘোষণা পর মে মাস থেকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার অভিযান শুরু করে তালেবানরা।

এরপর অবিশ্বাস্য দ্রুত গতিতে মাত্র আড়াই মাসের মধ্যে দেশের ৩৪টি প্রদেশের ২৮টি দখল করে বর্তমানে কাবুলে অবস্থান করছে তারা। ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজের দেশ ছাড়ার কারণ হিসেবে ‘রক্তপাত এড়ানোকে’ যুক্তি হিসেবে দাঁড় করিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add