আল্লাহ সহায় থাকলে ষড়যন্ত্র করে লাঙ্গলের বিজয় ঠেকানো যাবেনা: আতিক

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১ | আপডেট: ৭:১৫:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: গ্রামেগঞ্জে লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, সাধারণ মানুষের প্রতীক এবার লাঙ্গল। লাঙ্গলের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। আল্লাহ সহায় থাকলে ষড়যন্ত্র করে বিজয় ঠেকানো যাবেনা।

আতিক বলেন, আল্লাহর ওয়াস্তে আমাকে একটিবার সুযোগ দিন। কথা দিচ্ছি আমানতের খেয়ানত করবোনা। দলমত নির্বিশেষে লাঙ্গলকে বিজয়ী করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

গতকাল  বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকেলে মোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন সেন্টার কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মবশির আলী, জাতীয় পার্টি নেতা এম এ শহীদ, বদরুল ইসলাম, রাহাদুজ্জামান রাকা, রমজান আলী, হেলাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add