আ.লীগের কেন্দ্রীয় সম্মেলনে সিলেটের কাউন্সিলর ১৬৫, ডেলিগেট ৩৩০

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২ | আপডেট: ৩:৫৭:অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২

আগামী শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন ঘিরে সারাদেশে দলটির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সিলেট থেকে কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিচ্ছেন ১৬৫ কাউন্সিলর। আর ডেলিগেট হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ৩৩০ জন।

জানা গেছে, শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে) নেতৃত্ব নির্বাচন করা হবে। তবে বরাবরের মতো এবারও সমঝোতার মাধ্যমেই নেতৃত্ব বেছে নেওয়া হবে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সিলেটভিউকে জানান, এবারের সম্মেলনে মহানগর আওয়ামী লীগের ৩২ জন কাউন্সিলর অংশ নেবেন। আর ডেলিগেট হিসেবে থাকবেন ৬৪ জন।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন সিলেটভিউকে জানান, জেলা থেকে এবার ১৩৩ জন কাউন্সিলর কেন্দ্রীয় সম্মেলনে অংশ নেবেন। ডেলিগেট হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জেলার ২৬৬ জন।

তবে কাউন্সিলর ও ডেলিগেটের বাইরে বেশ কিছু নেতা-কর্মীও সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add