
মাধবপুর প্রতিনিধি তিপু: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ১০ নং ছাতিয়াইন ইউনিয়নে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: আবিদ মিয়া। ইউনিয়ন সাধারন সম্পাদক মো: ফজলুর রহমানের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক,যুগ্ন সম্পাদক মো: তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়। এছাড়াও ছিলেন,উপজেলা আওয়ামী মহিলা নেত্রী মোছা: রোকেয়া বেগম,ছাত্রলীগ সভাপতি আনু মোহাম্মদ সুমনসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সভায় নেতৃবৃন্দরা বলেন, দেশে বর্তমানে একটি কুচক্রি মহল সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চাইছে। সে দিকে আমাদের সচেতন থাকতে হবে যাতে করে আমাদের অসাম্প্রদায়িক পরিবেশের মাঝে কুচক্রিরা কোনো ক্ষতিসাধন না করতে পারে।