
মেঘলা নিউজ ডেস্ক: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবনের প্রাথমিক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
এসময় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন আনা, বিদায়ী সভাপতি মো. বদরুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরব্বী আওয়ামী লীগ নেতা হাজী আলা মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার হুসেন, শিক্ষক তাজ উদ্দিন, বিজয় কান্তি দাশ, রাসেল তালুকদার, জহিরুল হক, আবু তাহেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা জালাল উদ্দিন।