
স্টাফ রিপোর্টার:
ঈদের শুভেচ্ছা জানালেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা এম. শাহানুর আহমদ হৃদয়
ঈদ মানে আনন্দ , ইদ মানে খুশি।ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে। ঈদ সবার জীবণে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধ।বিগত কয়েকটি ঈদ মহামারী করোনা ভাইরাস এবং সরণকারের সর্বশ্রেষ্ট বণ্যার জন্য আমরা আনন্দের সাথে উপভোগ করতে পারি নি।দু:সময় কেঠে আবারো আলো আসুক আমাদের জীবণে এই কামনা নিয়ে দেশ এবং প্রবাসে অবস্থানরত আমার সকল রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন সহ সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি মেঘরা নিউজ 24 ডটকম এর সাথে একান্ত আলাপে এই শুভেচ্ছা ভার্তা দেন।