
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ২৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৪৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস ২০২১ কে সামনে ৪র্থ বা শেষ প্রস্তুতি সভা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২১-২০২৩ খ্রিষ্টাব্দের ২ (দুই) বছর মেয়াদী বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থাদ্বয়ের উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান।
সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদার, হুমায়ুন রশিদ চৌধুরী, মোঃ রুয়েল আহমদ তুষার, মোঃ মাহবুব ইকবাল মুন্না, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মোঃ নিয়াজ কুদ্দুস খান, রফিকুল ইসলাম শিতাব, দিপক কুমার মোদক বিলু, পিযোষ মোদক, মোঃ আলিম উদ্দিন, আলমগীর হোসাইন রিয়াদ, মোঃ মকবুল চৌধুরী, এস.এ.এন. রাহি, হাফিজ মোঃ রফিকুল ইসলাম, মোঃ আফজাল হোসেন, নুর হোসেন, ডাঃ মোঃ টুনু মিয়া আনছার, মোঃ ইমাজ উদ্দিন, মোঃ রমজান আহমদ শাকিল ও মোঃ মাহবুবুর রহমান হৃদয়।
সভায় সিলেট মহানগরীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভাঙ্গা রাস্তা ও যানবাহনে অতিরিক্ত ভাড়া। বক্তারা বলেন, নগরীর প্রতিটি রাস্তা ভাঙ্গা। জিন্দাবাজার পয়েন্টের একপাশ ভালো, আরেকপাশ ভাঙ্গা। সিটি মেয়র শুধুমাত্র চৌহাট্টা থেকে বন্দর কাজ করে আর কাজ হয়নি। নগরীর প্রতিটি রাস্তা মোড়ে মোড়ে ভাঙ্গা, ধুলাবালি। সওজ বা সিসিক যে কারো উদ্যোগে আগামী ৩০ দিনের মধ্যে নগরীর প্রতিটি ভাঙ্গা রাস্তা সংস্কার করার জোর দাবি জানানো হয়। অন্যথায় সওজ ও নগর ভবন ঘেরাও কর্মসূচী পালন করা হবে।
সভায় জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। আগামী ৩০ অক্টোবর শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় সিলেট প্রেসক্লাবের সম্মুখে যুব গণজমায়েত ও বিকাল ৪ ঘটিকায় সিলেট প্রেসক্লাবের সম্মুখ হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত জাতীয় যুব দিবস ২০২১ সফলভাবে উদযাপনের লক্ষ্যে স্বাগত যুব শোভাযাত্রা, আগামী ১ নভেম্বর সোমবার সকাল ৯ ঘটিকায় ক্বীনব্রীজ সংলগ্ন চাঁদনী ঘাটে যুব গণজমায়েত, বেলা সাড়ে ১০ ঘটিকায় চাঁদনী ঘাট হতে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা, সাড়ে ১১ ঘটিকায় আলোচনা সভা, বেলা সাড়ে ১২ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ও জল্লারপার জামে মসজিদে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় ৫১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২১-২০২৩ খ্রিষ্টাব্দের ২ (দুই) বছর মেয়াদী বিভাগীয় কমিটি গঠন করা হয় এবং আগামী ০৬ নভেম্বর শনিবার বিকাল ২.৩০ ঘটিকায় জাতীয় যুব দিবস ২০২১ পরবর্তী পর্যালোচনা সভা ও বিভাগীয় কমিটির পরিচিতি সভার তারিখ নির্ধারণ করা হয়।