
নিজস্ব প্রতিবেদক: সিলেটে ফিরেই জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি।
মঙ্গলবার সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে নেমেই সরাসরি চলে যান হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে। সেখানে এডভোকেট লুৎফুর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে তিনি ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।
এসময় তার সাথে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর মারা যান জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন। সেখান থেকেই তিনি শোকবার্তা পাঠান।