এড. রশীদ আহমদের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মাওলানা রশিদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, এডভোকেট মাওলানা রশীদ আহমদ ছিলেন একজন সৎ খাঁটি ইসলাম, দেশ ও জনদরদী নেতা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল থেকে দলকে গতিশীল করতে আপ্রাণ কাজ করে গেছেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনো পূরণ হবার নয়। তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের জন্য দীর্ঘদিনযাপন মাঠে থেকে আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি একজন ত্যাগী নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা বহুমূখী প্রতিভার অধিকারী এক সজ্জন নেতাকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়।

আমি তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মহান রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add