
প্রেস বিজ্ঞপ্তি: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণ পরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী এড. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় শোক প্রকাশ করেন সিলেট জেলা তাঁতীলীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ এবং সিলেট মহানগর তাঁতীলীগ সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল।
শোক বার্তায় নেতৃবৃন্দগণ বলেন, এড লুতফুর রহমান একজন সৎ ও প্রবীণ রাজনীতীবিদ ছিলেন। তিনি সকলের কাছে একজন ভাল মানুষ হিসাবে পরিচিত। গুণী এ ব্যক্তির মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।