
এক ওভারে ছয় বল, প্রতি বলেই ছক্কা! এমন ঘটনা কি হরহামেশা ঘটে? তবে বিরল হলেও ক্রিকেটে কিন্তু ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড আছে একাধিক।
সেই রেকর্ডে এবার নাম জড়ালেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জাসকরন মালহোত্রা। আজ (বৃহস্পতিবার) ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই বিরল রেকর্ড গড়েছেন মালহোত্রা। তার আগে ওভারে ছয় ছক্কা হাঁকানোর কৃতিত্ব আছে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং আর ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের।
এদের মধ্যে যুবরাজ আর পোলার্ড রেকর্ডটি গড়েছেন টি-টোয়েন্টি ফরমেটে। ওয়ানডেতে আগে ছিলেন কেবল একজন-গিবস। এই ফরম্যাটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওভারে ছয় ছক্কার এলিট ক্লাবে ঢুকেছেন মালহোত্রা