
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর তালতলাস্থ রহমানিয়া আবাসিক হোটেল থেকে ৫ নারী-পুরুষকে আটকের দুই দিনের মাথায় এবার নগরীর কালিঘাটস্থ ডাকবাংলা রোড সোনপট্টি বন্ধু রেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এর মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।
আটককৃত ৪ পুরুষ হচ্ছেন- ১। সিলেট জেলার জৈন্তাপুর থানার কড়গ্রাম এলাকার মো: আলীর ছেলে সেলিম আহমদ (২২), ২। হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কালানজিরা গ্রামের কাজল মিয়ার ছেলে মো: হাসান (৩০), ৩। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের বেলাল আহমদের ছেলে পাবেল (২৪), ৪। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কাস্তুল গ্রামের আব্দুল আলিমের ছেলে ফরিদ উদ্দিন (৩২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন এর নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার এসআই(নিরস্ত্র)/হাবিবুর রহমান, এসআই(নিরস্ত্র)/জামিল আহমদ ও সঙ্গীয় এএসআই(নিঃ)/আমির উদ্দিন সহ অন্যান্য ডিউটি পার্টির অফিসার ও ফোর্সদের সহযোগীতায় কোতোয়ালী মডেল থানাধীন হোটেল বন্ধু রেস্ট হাউস এর ২য় তলার বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ০৬ (ছয়) জন নারী ও ০৪ (চার) জন পুরুষ সহ মোট ১০ (দশ) জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের আগামীকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ, গত রবিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর তালতলাস্থ রহমানিয়া আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ পুরুষ ও ২ নারীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ।