এমপি হাবিবের নির্দেশনায় সংস্কার হচ্ছে যাত্রীছাউনি-হাইওয়ে

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১ | আপডেট: ৯:৫০:অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা কলেজের সামনের যাত্রীছাউনি ও লালাবাজার হাইওয়ে পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। আজ বুধবার ( ৬ অক্টোবর ) বিকেলে তিনি পরিদর্শনকালে দ্রুত ছাউনি ও রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, দক্ষিণ সুরমা কলেজের সামনের যাত্রী ছাউনীর অবস্থা খুব করুন। এখানে বসার মত কোন পরিবেশ নেই। আর তাই যাত্রীদের এলোমেলো দাঁড়িয়ে থাকতে হয়।

একই অবস্থা লালাবাজার হাইওয়ের। এখানে পানি জমে থাকে এবং ময়লা আবর্জনায় হাইওয়ের এই অংশের অবস্থা অত্যন্ত নাজুক। এ অবস্থা দেখে রোডস অ্যান্ড হাইওয়ের প্রকৌশলীর সাথে তাৎক্ষনিক আলাপ করেন। এসময় তারা সাংসদ হাবিবকে এক মাসের মধ্যে হাইওয়ের এ অংশটি সংস্কারের আশ্বাস প্রদান করেন।

এছাড়া দক্ষিণ সুরমা কলেজের সামনের যাত্রী ছাউনী সংস্কারের ব্যাপারে সিলেট জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে আলাপ করেন। তারাও আগামী একমাসের মধ্যে যাত্রী ছাউনিটি সংস্কারের আশ্বাস প্রদান করেছেন। পরিদর্শনকালে সাংসদ হাবিবের সাথে ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রোডস অ্যান্ড হাইওয়ের প্রকৌশলী ও দক্ষিন সুরমা কলেজের অধ্যক্ষ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add