
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে এস.এস.সি’৯৯ ব্যাচের সদস্যদের দেশব্যাপী নানা কর্মসূচী ও সামাজিক কার্যক্রমের ফলে এস.এস.সি’৯৯ ব্যাচ ব্যাপক প্রচার, প্রসার ও সুনাম অর্জন করেছে। এস.এস.সি’৯৯ এখন আর একটি ব্যাচের মধ্যে সীমাবদ্ধ নয়।
সারাদেশে বিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে বিভাগ ভিত্তিক গ্রুপের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই ব্যাচ দেশ ও মানুষের কল্যাণে আরও এক ধাপ এগিয়ে যাবে। দেশের যেকোন ক্রান্তিকাল ও দুর্যোগময় সময়ে অতীতের মতো ভবিষ্যতেও জনসেবামূলক কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এস.এস.সি’৯৯ সিলেট মিলন মেলা গ্রুপ এবং এস.এস.সি ’৯৯ আমাদের সিলেট বিভাগ পেইজের প্রত্যেক এডমিন ও সদস্যদের মধ্যে গ্রুপ এডমিনদের ভার্চ্যুয়াল মিটিংয়ে আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে এক বছরের জন্য এস.এস.সি’৯৯ সিলেট বিভাগীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।
সিলেটের বিভাগের ’৯৯ ব্যাচের সদস্যরা কার্যনির্বাহী পরিষদে এবং সারা বাংলাদেশের ’৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে থেকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।
উক্ত সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটিতে যারা স্থান পেয়েছেন- সভাপতি : এইচ আর শাকিল, সহ সভাপতি : ডাঃ মামুন আহমদ, সহ-সভাপতি বদরুল হোসেন খান কামরান, সহ-সভাপতি ওয়ালী উল্লাহ বদরুল, সহ সভাপতি কামরুজ্জামান জামান, সহ সভাপতি হাছান তারেক এডভোকেট, কামাল আহমেদ, দেবল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আবদুস সালাম শিপলু, নজরুল ইসলাম, ফয়জুন নুর জাকি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নুরান চৌধুরী, মুক্তা পারভিন, দপ্তর সম্পাদক তারেক আহমেদ এডভোকেট, আইন সম্পাদক মোস্তাফিজুর রহমান এডভোকেট, কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, আন্তর্জাতিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মিলি আক্তার, মহিলা সম্পাদক মাহজাবিন, গণমাধ্যম সম্পাদক জায়েদ রহমান সৌরভ, তথ্য ও গবেষণা সম্পাদক কুতুব মিলন, যুব ও ক্রীড়া সম্পাদক অলিউর রহমান অলি, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য জাকির, মনোয়ার হোসেন, আরিফুর রহমান, জাহেদ আহমদ।
নব নির্বাচিত উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন- আয়শা সিদ্দীকা ময়না, জেনিফার সারোয়ার লাক্সমী, দিলশাদ দিপা, জাকির হোসেন, আসাদুজ্জামান লিংকন, রবিন খান, ইঞ্জি: মো: আবু ইউসুফ, আবদুর রহিম, ওহিদুজ্জামান ওয়াহিদ, ইঞ্জি: কাজী ইসমাইল হোসেন টুটুল, জাকারিয়া আহমদ এনাম, দেলোয়ার হোসেন রুবেল। উপদেষ্টাগণ বাংলাদেশসহ ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।