ওসমানীনগরে ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ, ধর্ষক আটক

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১ | আপডেট: ১০:২০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগর উপজলোধীন এলাকায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম সেবুল মিয়া (৪০)। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত মকলিছ মিয়ার পুত্র।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর এলাকা থেকে তাকে আটক করে। এর আগে বুধবার বিকাল ৪টার দিকে নির্যাতিতা মহিলা বাদি হয়ে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধার কোন ছেলে সন্তান না থাকায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং নিজ বাড়িতে তিনি একাই জীবন যাপন করছেন। এই সুযোগে মঙ্গলবার ভোরে অভিযুক্ত সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ডুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মহিলা স্থানীয়দের বিষয়টি অবগত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই রুহুল আমিন বলেন, বৃদ্ধা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে  আটক করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add