কদমতলীর হায়দার আলী আর নেই

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২১ | আপডেট: ১:০৪:পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

প্রেস-বিজ্ঞপ্তি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী এলাকার বাসিন্দা মৃত আরজর্মন্দ আলীর বড় ছেলে হায়দার আলী ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হায়দার আলীর বড় ছেলে রায়হান আহমদ।

আজ রবিবার (২৯ আগষ্ট) রাত সাড়ে ৮টায় সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে  শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

আগামীকাল সোমবার (৩০ আগষ্ট) কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ যোহর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add