কদমতলীর ১২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন মেয়র আরিফ

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১ | আপডেট: ৯:৫৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক:  সিলেট নগরীর দক্ষিণ সুরমা উপজলোধীন কদমতলী এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে ও ফুটপাতে গড়ে উঠা ১২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত  মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি করপোরেশনের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ‍সিসিকের এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় সড়কের উভয় পাশের ফুটপাত থেকে প্রায় ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন মেয়র আরিফ।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আজম খান, সিসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও সিলেট মহানগর পুলিশের একটি দল।

অভিযানকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই এলাকার রাস্তার পাশ ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা সরিয়ে নিতে সিসিকের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছি। পাশাপাশি এলাকায় সচেতনা সৃষ্টির লক্ষে মাইকিং করা হয়।

এরপরও অবৈধভাবে তৈরি করা স্থাপনার মালিকরা স্থাপনা গুলো সরিয়ে নেননি। নাগরিকদের চলাচল নির্বিগ্ন করতে নগরীতে এই অভিযান অব্যাহত থাকবে- এমনটাই জানান সিসিক মেয়র।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add