
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ বয়সের কিশোরী রোকেয়া বেগম অপহরন মামলার প্রধান আসামী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই আসামির নাম মো. আব্দুল কাদির মোল্লা। সে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ছাটিবহর গ্রামের মৃত. খোরশেদ আলীর ছেলে। মঙ্গলবার গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশসুত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল মো. বিল্লাল হোসেন ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর এর অনুপ্রেরণায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান অভিযানে নেতত্বত দেন। ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম এর সহযোগীতায়, এসআই সুধাংশু দে দিলু সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতাকৃত মো. আব্দুল কাদির মোল্লা ১৪ বছর বয়সের কিশোরী রোকেয়া অপহরন মামলার প্রধান আসামী আসামি। দোয়ারাবাজার থানায় মামলা নাম্বার ১৬(০৭)২১ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ তৎসহ ৩৭৯ পেনাল কোড। দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।