কমরেড ধীরেন সিংহ আর নেই

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২ | আপডেট: ৩:৩৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল.) এর কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য, সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ মারা গেছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে সিলেট উইমেন্স মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ধীরেন সিংহ সিলেট মনিপুরী রাজবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তি‌নি ২০১৬ সালে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

সাম‌্যবাদী দলের প‌লিটব‌্যুরোর পাশাপা‌শি মনিপুরী যুব সমিতি (বামযুস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতির দা‌য়িত্বে ছিলেন তিনি।

কমরেড ধীরেন সিং এর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সকাল ১১টায় তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add