কমলগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আটক

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১ | আপডেট: ১১:১৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের কামারছড়া চা-বাগানে বাবাকে হত্যার দায়ে ছেলে নন্দলাল রবিদাসকে আটক করেছে পুলিশ। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল কুলাউড়া উপজেলার তিলকপুর চা-বাগানে অভিযান চালিয়ে নন্দলাল রবিদাসের বন্ধুর বাড়ি থেকে তাকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নির্দেশে এসআই ফয়েজের নেতৃত্বে এএসআই হামিদ, এএসআই আনিস ও এএসআই আক্তারসহ কমলগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামারছড়া চা-বাগানে তুচ্ছ ঘটনা নিয়ে শ্যামলাল ও তার ছেলে নন্দলালের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে নন্দলাল লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। পরে শ্যামলালকে শমসেরনগর চা-বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে ছেলে নন্দলাল পলাতক ছিলেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add