
মেগলা নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ এর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কর্মীদের স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ০৭ অগাস্ট বিনা মূল্যে করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন সেবা চালু করছে সিলেট মহানগর ছাত্রলীগ।
তারই ধারাবাহিকতায় সিলেট মহানগর ছাত্রলীগের আওতাধীন ২নং ওয়ার্ডে টিম গঠন করে কোভিড-১৯ ভ্যাকসিন টিকার ফ্রি রেজিস্ট্রেশন সেবা চালু করে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে,২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সদস্য, ও সিলেট জেলা যুবলীগ নেতা এড. প্রবাল চৌধুরী পুজন এবং বাংলাদেশ ছাত্রলীগ (সিলেট ০১আসন)সমন্বয় কমিটির সিনিয়র সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন, জুনাক চৌধুরী সহ ছাত্রলীগ কর্মীরা।
“দেশ বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার, পরিবার বাঁচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার” এই স্লোগানকে সামনে রেখে সকলকে করোনা ভ্যাকসিন গ্রহনে আগ্রহী করে তুলতে এবং সকলকে সচেতন করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ৷
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশ মোতাবেক করোনাভাইরাসের টিকা যেন মানুষ সহজে নিতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এসময় অনেক উৎসাহ নিয়ে সাধারণ মানুষ কে করোনা ভ্যাকসিন গ্রহনের আবেদন করতে দেখা যায়৷
সুবিধাভোগীরা বলেন, করোনা ভ্যাকসিন নেওয়ার আবেদন করার প্রক্রিয়া আমরা জানতাম না। কিন্তু সিলেট মহানগর ছাত্রলীগ এই কাজটি আমাদের জন্য সহজ করে দিয়েছে।