করোনা রোগীদের জীবন বাঁচাতে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে সিলেট মহানগর যুবলীগ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ | আপডেট: ৭:৩৩:অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

স্টাফ রিপোর্টার: সারাদেশে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী, মৃত্যুর মিছিলও থেমে নেই। সারাদেশের মতো সিলেটেও করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এরই মাঝে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। করোনা রোগীদের অক্সিজেন সংকটের ফলে মারা যাচ্ছেন অনেকে। করোনা আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে ফ্রি অক্সিজেন সেবা দিতে এগিয়ে এসেছে সিলেট মহানগর যুবলীগ।

ফ্রি অক্সিজেনের সেবার উদ্বোধনের পর থেকেই ২৪ ঘন্টাই সেবা দিয়ে যাচ্ছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ সিলেট মহানগর যুবলীগের স্বেচ্ছাসেবক টিম।

রোগীদের ফোন পাওয়া মাত্রই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন বাসায় ও হাসপাতালে। এরই ধারাবহিকতায় বুধবার (১১ আগস্ট) নগরীর মজুমদারীর কমলাবাগান এলাকায় করোনায় আক্রান্ত হাওয়ারুন নেছা, সিলেট এম. এ. জি ওসমানী হাসপাতালে গোয়াইনঘাটের মোস্তফা বেগম, আয়শা মেডিকেলে মোগলাবাজারের সৈয়দা জাহানারার অক্সিজেন সংকট দেখা দিলে সিলেট মহানগর যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার হটলাইনে ফোন দেওয়া মাত্রই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যান তাদের পাশে। অক্সিজেন সিলিন্ডার পেয়ে রোগীদের আত্মীয়রা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সিলিন্ডার প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবিক কাজ করে অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি শুরুর পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে বিভিন্ন স্তরের মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছে সিলেট মহানগর যুবলীগ। এ ধরনের মানবিক কাজে দেশের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। তাই আসুন আমরা সবাই মিলে করোনা মোকাবেলায় একযোগে কাজ করে দেশের অসহায় মানুষকে সেবা দিয়ে যাই।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add