
মেঘলা নিউজ ডেস্ক: কানাইঘাটে গলায় ফাঁস দিয়ে অলি উল্লাহ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের আব্দুল লতিফের পুত্র। সে প্রায় দু’বছর থেকে মানসিক রোগে ভুগছিলেন। নিহতের পিতা আব্দুল লতিফ জানান, রোববার সকালবেলা তিনি তার ছেলে অলি উল্লাহকে বাড়িতে রেখে বাজারে আসেন।
দুপুর অনুমান ১২টায় পরিবারের অন্যান্য সদস্যের অজান্তে অলি উল্লাহ বসত ঘরে গলায় শাড়ি প্যাঁচিয়ে আত্মহননের ঘটনা ঘটায়। পরিবারের লোকজন অলি উল্লাহকে উদ্ধার করে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবার থেকে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।