কানাইঘাটে জোরপূর্বক মার্কেট ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১ | আপডেট: ১০:০৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

মেঘলা নিউজ প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলার সড়কের বাজারে জোরপূর্বক মার্কেট ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মার্কেটের মালিক হাজী রফিক উদ্দিন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত সিলেটে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৩৪/২১।

মামলায় অভিযুক্তরা হলেন, কানাইঘাট পূর্ব দর্পনগরের মৃত মুহিবুর রহমানের ছেলে আব্দুল মতিন, রাজপুরের আব্দুন নুর, মাজর গ্রামের শিমুল আহমদ, গিয়াস উদ্দিন, পূর্ব দর্পণ নগরের জুনেদ আহমদ, মাছু গ্রামের মুতি মিয়া, কয়েছ আহমদ, সোহেল আহমদ, শাহপুরের রুহুল আমীন গং।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলার ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের পশ্চিম দর্পনগরের মৃত ইছহাক আলীর ছেলে হাজী রফিক উদ্দিনের মৌরশী ভূমির উপর নির্মিত সড়কের বাজারস্থ মার্কেটে একদল লোক হামলা ও লুটপাট চালায়। তারা ব্যাপক হামলা ও লুটপাট চালিয়ে পুরো মার্কেটটি তছনছ করে ফেলে। তাদের সংঘবদ্ধ লুটপাটে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

খবর পেয়ে মার্কেটের মালিক ঘটনাস্থলে পৌছে তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তার উপরও চড়াও হয় ওই সংঘবদ্ধ লুটপাটকারীরা। এ সময় তাদের আক্রমণে রফিক উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম ও মেয়ে রুবিনা বেগম মারাত্মক আহত হন। বর্তমানে তারা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, হাজী রফিক উদ্দিনের মৌরশী জমিতে নির্মিত মার্কেটটি দীর্ঘদিন যাবৎ দখলের চেষ্টা চালিয়ে আসছেন মামলায় অভিযুক্ত ১নং আসামী আব্দুল মতিন। তারই নেতৃত্বে গত ২০ সেপ্টেম্বর হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে আলাপকালে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলাটি বর্তমানে তদন্তাধিন রয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add