কানাইঘাট প্রেসক্লাবে চেয়ারম্যান প্রার্থী আলী আকবর চৌধুরীর মতবিনিময়

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১ | আপডেট: ৬:৪৪:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

কানাইঘাট সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হয়েছেন কানাইঘাট ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক, রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং সিলেট জেলা প্রেসক্লাব’র সাবেক কার্যনির্বাহী ও জেলা প্রেসক্লাবের বর্তমান সিনিয়র সদস্য সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর।

নির্বাচনী প্রচারনা ও অব্যাহত গণসংযোগের অংশ হিসেবে শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কানাইঘাট প্রেসক্লাবে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, টিভি চ্যানেল ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর বলেন,  তিনি  দীর্ঘদিন   থেকে   তাঁর   ইউনিয়নের  আর্থ-সামাজিক  উন্নয়নে   কাজ   করে যাচ্ছেন।

মানুষের   সেবা   করার   পাশাপাশি   অবহেলিত   রাজাগঞ্জ ইউনিয়নকে  একটি   আধুনিক   উন্নত  ও মডেল ইউনিয়নে  পরিণত করতে চান। এ লক্ষ্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের ভোটার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের   নিয়ে   দীর্ঘদিন ধরে ইউনিয়ন ব্যাপি গণসংযোগ, উঠান বৈঠক, মত বিনিময় সভা ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।  এক্ষেত্রে   ইউনিয়নবাসীর   ব্যাপক   সমর্থন  ও সহযোগিতাও পাচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্র অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পরবর্তীতে সাংবাদিকতা পেশার সাথে জড়িত হলেও এখনও তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সৈনিক হিসেবে নিজ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে দলের কাজ করে যাচ্ছেন।

যেহেতু তিনি আওয়ামী পরিবারের সন্তান এবং ছাত্রজীবন থেকেই আওয়ামী  লীগের রাজনীতির সাথে জড়িত, তাই আসন্ন রাজাগঞ্জ ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকই প্রত্যাশা করেন।

তিনি রাজাগঞ্জ ইউনিয়নকে সবদিক থেকে একটি উন্নত জনপদ ও স্থানীয় সরকারের সকল  উন্নয়নমূলক   কর্মকান্ড  স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন, শিক্ষার  উন্নয়ন, বেকারত্ব  দূরীকরণ,কর্মসংস্থানের পাশাপাশি সরকারের  সবধরনের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

মতবিনিময় কালে আলী আকবর চৌধুরী কোহিনূর নিজেকে একজন  সাংবাদিক উল্লেখ করে  স্থানীয়   সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি  ইউনিয়নের সর্বস্তরের মানুষের সর্বাত্মক সাহায্য ও সমর্থন প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক  নিজাম  উদ্দিন,   সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক  মুফিজুর  রহমান  নাহিদ,  মিজানুর  রহমান লাভলু প্রমূখ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add