
দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন ও সামাজিক কর্মকান্ডে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত (১৫ অক্টোবর) শুক্রবার রাতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ জহির হোসেন রাসেলের সভাপতিত্বে ও ও সাধারণ সম্পাদক ডাঃ এজাজ উদ্দিন আহমেদ সানি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট যুক্তরাজ্যের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সাদ মিয়া, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্টা আতাউল হক শামীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ কোহিনুর, বারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আলাউর রহমান আলাউদ্দিন, হোটেল ভ্যালি গার্ডেনের স্বত্ত্বাধিকারী কায়েস্থরাইল এলাকার মুরব্বি গোলাম মোস্তফা, সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন আলমগীর, মুছারগাঁও এলাকার মুরব্বি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সামাদ আহমদ, উপদেষ্টা নুর আহমদ খান সাদেক, সাহেদ আহমদ, সমিতির সহ-সভাপতি তারেক উল ইসলাম, ঢাকা-সিলেট মহাসড়ক বাইপাস রোডের ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম মুছা সহ সমিতির নেতৃবৃন্দ।
পরে সামাজিক কর্মকান্ডে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট যুক্তরাজ্যের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সাদ মিয়া এবং কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্টা আতাউল হক শামীম’কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সমিতির সহকারী কোষাধ্যক্ষ আমজাদ হোসেন হৃদয়। কায়েস্থরাইল ওয়াকফ এস্টেট দাউদপুর, মোছারগাঁও, বারখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান নাঈমীর দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।