
প্রেস বিজ্ঞপ্তি: সিলেট নগরীর কদমতলী নিবাসী মরহুম হাকিমুর রশীদ চৌধুরীর ২য় পুত্র, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী, কুইন্স টাওয়ার প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান, মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলের মুসলিমবাগ ইসলামিক সেন্টারের প্রতিষ্টাতা, এমএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বৈশাখি সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসি সামসুর রহমান চৌধুরী (শাহনুর চৌধুরী) ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল ৮ই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটের সময় আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে ও তাঁর স্ত্রী বিশিষ্ট লেখিকা মনোয়ারা শাহনুর বুলি রেখে গেছেন।
কুইন্স টাওয়ার এর ম্যানেজার পাবেল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্যার (শাহনূর চৌধুরী) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর জানাযা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে। এদিকে ১৯৫২ সালে জন্ম নেয়া শামসুর রহমান শাহনূর চৌধুরী মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বাঙ্গালী কমিউনিটি ও জন্মস্থান কদমতলী জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।