
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।
জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল আকৃতির একটি কেক কাটেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ।
এছাড়াও উপস্থিতি ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি রহাত তরফদার,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সামসুল ইসলাম মিলন, ওসমানীনগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কয়েস আহমদ,সাবেক ছাত্রনেতা সালেহ আহমদ লিমন,মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি মন্জুর মোর্শেদ আসীম,মহানর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন,যুবলীগ নেতা দুলাল রাজ,যুবলীগ নেতা রন্জন রায়,যুবলীগ নেতা ফুজায়েল আহমদ জনি,ছাত্রলীগ নেতা কিশোয়ার জাহান সৌরভ,সফায়েত খান,তপন বর্মন,মনসুর আহমদ ডেবিড, সাইমন ইসলাম, জাবেদ আহমদ,দিপক অধিকারী, মিকদাদ চৌধুরী, সুজন পুরকায়স্থ, জন্জয় পাশী জয়,তাওহিদ আহমদ,শহীদ শেখ, শিহাব, টিপলু, শাহ সাব্বির, তোফায়েল আহমেদসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ বলেছেন, শুরুতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আমাদের উন্নয়ন ও অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। তাঁর নেতৃত্বের গুণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।