ক্যাথলিক গির্জায় দুই লাখের বেশি শিশুকে যৌন নির্যাতন

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ | আপডেট: ১০:০৬:অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক :: ফ্রান্সের ক্যাথলিক গির্জায় ১৯৫০ সালের পর থেকে দুই লাখ ১৬ হাজার শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই ছিল ছেলে শিশু। নতুন এক স্বাধীন তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে। বিশ্বব্যাপী কিছু ক্যাথলিক গির্জার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার মধ্যেই এ ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ হলো। মঙ্গলবার (৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যাম আল-জাজিরা এ খবর জানায়।

তদন্তের প্রধান কর্মকর্তা বলেন, কমপক্ষে দুই হাজার নয়শত থেকে তিন হাজার দুইশত ক্যাথলিক যাজক ও পাদ্রীরা শিশুদের ওপর নিষ্ঠুর যৌন নির্যাতন চালায়। ফরাসি গির্জার একজন সিনিয়র ব্যক্তি এ ঘটনাকে লজ্জাজনক ও ভয়াবহ বলে অভিহিত করে ক্ষমা চেয়েছেন।

ভুক্তভোগীদের সংগঠন ‘লা প্যারোল লিবারির’ প্রতিষ্ঠাতা ফ্রাঙ্কোয়া ডেভক্স বলেন, এটা ছিল বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা, নৈতিকতর সঙ্গে বিশ্বাসঘাতকতা ও শিশুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের গির্জায় নির্যাতিত শিশুদের সংখ্যা বেড়ে তিন লাখ ত্রিশ হাজার পর্যন্ত হতে পারে। সাধারণ সদস্যরা যেমন ক্যাথলিক স্কুলের শিক্ষকরা এ অপরাধের সঙ্গে জড়িত ছিল। প্রায় আড়াই হাজার পৃষ্ঠার তদ্ন্ত প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীদের অধিকাংশই ছেলে শিশু যাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে।

২০১৮ সালে ফরাসি ক্যাথলিক গির্জা এ তদন্তের অনুমোদন দেয়। আদালত, পুলিশ, গির্জার নথি, ভুক্তভোগীদের সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি ও প্রকাশ হতে আড়াই বছর সময় লেগেছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add