গাঁজা সেবনের সময় পুলিশ ভেবে নদীতে ঝাঁপ, অতপর..

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ | আপডেট: ১০:৩১:অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: চাঁদপুর শহরের কয়লা ঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে মো. রুবেল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে লাশটি চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিহত রুবেল পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন ব্যাপারীর ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন। মঙ্গলবার কয়লাঘাট মা ডকইয়ার্ড সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শহরের পুরান বাজারে সোমবার গভীর রাতে রুবেল ও তার বন্ধু রাব্বী গাঁজা সেবন করছিল। ঐ সময় পুলিশ ভেবে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয় তারা। পরে রাব্বি পাড়ে উঠতে পারলেও রুবেল নিখোঁজ হয়।

মৃতের বন্ধু রাব্বি জানান, কয়লা ঘাটের নদীর পাড়ে দুই বন্ধু বসে সুখ-দুখের আলাপ করছিলেন। ঐ সময় লাইটের আলো দেখে পুলিশ ভেবে দুজনই নদীতে ঝাঁপ দেন। রুবেলের শরীরে জ্বর থাকায় সে পানিতে তলিয়ে যায়। চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে রুবেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add