গায়েবি মামলায় সিলেট জেলা বিএনপি নেতা এমরান গ্রেপ্তার

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১ | আপডেট: ১০:২৪:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

মেগলা নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গোলাপগঞ্জ এমসি কলেজ মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করে।

সিলেট জেলা পুলিশের মুখপাত্রের দায়িত্বে থাকা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুরোনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির দাবি, ২০১৮ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেটে ‘গায়েবি’ মামলা করা হয়েছিল। ওই মামলার আসামি হিসেবে এমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী কয়েক বিএনপি নেতা জানান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। বিকেলে তাঁর জানাজা হয় গোলাপগঞ্জ এমসি কলেজ মাঠে। জানাজা শেষে ফেরার পথে পুলিশ এমরানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁকে গ্রেপ্তারি পরোয়ানা থাকার বিষয়টি জানানো হয়।

পেশায় আইনজীবী এমরান আহমদ চৌধুরী বিগত চার দলীয় জোট সরকারের আমলে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। এরপর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পরে জেলা কমিটি ভেঙে দেওয়া হলে আহ্বায়ক কমিটির সদস্য হন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অপর সদস্য মাহবুবুল হক চৌধুরী বলেন, এমরানের বিরুদ্ধে সাত-আটটি মামলা রয়েছে। এর মধ্যে গায়েবি মামলার সংখ্যা বেশি। যেসব মামলায় তিনি আসামি, সেগুলো থেকে জামিন নিয়েছেন। যে মামলায় গ্রেপ্তারি পরোয়ানার কথা বলা হয়েছে, সেই মামলা সম্পর্কে আসলে তিনি জানতেনই না।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add