গুজব ছড়ানো সেই ৭ ভুয়া সাংবাদিক রিমান্ডে

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১

মেগলা নিউজ ডেস্ক: সিলেটের মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন’ এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগে সিলেটে র‌্যাবের হাতে গ্রেফতারকৃত ৭ ভুয়া সাংবাদিকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ আগস্ট) সংশ্লিষ্ট আদালতে হাজির করে পুলিশ ৫ দিন করে প্রত্যেককে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ সোমবার বিকেলে  বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আই.ও) শাহপরাণ থানার এস.আই দেবাংশু পাল। এর আগে ২৫ জুলাই সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গুজব ছড়ানোকারী ৭ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার।

গ্রেফতারকৃত ৭ ভুয়া সাংবাদিক হচ্ছেন- সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add