
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ফেঞ্চুগঞ্জে এক গৃহবধূর একান্ত ভিডিওকলে আলাপের রেকর্ড ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় মো. রনি আহমেদ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সে ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্য যুধীষ্ঠিপুর গ্রামের মো. আব্দুল সাত্তারের ছেলে। রোববার রাত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, রনি ওই গৃহবধূর সঙ্গে মোবাইল ফোনে একান্ত ভিডিওকলে আলাপ করতেন। অসৎ উদ্দেশ্যে রনি সেসব ভিডিও কল রেকর্ড করে রাখেন। পরবর্তীতে গৃহবধূকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। হুমকি দেন তার বিশেষ চাহিদা পূরণ না করলে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার।
এ ব্যাপারে র্যাব-৯ এর কাছে অভিযোগ দায়ের করলে রনিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি আইফোন, ১টি সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করে র্যাব। রনির মোবাইল ফোনে ওই গৃহবধূর সঙ্গে ভিডিও কলের স্ক্রিন শর্ট পাওয়া যায়। পরে রনির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরপূর্বক তাকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।