গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১ | আপডেট: ৫:০১:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন এলাকা থেকে কারুজ্জামান (৪১) নামের এক সাজাপ্রাপ্ত  আসামীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের মৃত উস্তার আলীর ছেলে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের তার নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। কারুজ্জামান একটি মামলার (দায়রা নং-৫৯৬/১৭) সাজাপ্রাপ্ত আসামী ছিলো। সে পলাতক থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে আসামী কারুজ্জামান নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এ.এস.আই প্রনয় লালের নেতৃত্বে একদল পুলিশ কানিশাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: গোলাপগঞ্জে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add