
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়ন আমনিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সুলতানার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির জানতে পারেন যে আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামে অবৈধভাবে টিলা কেটে মাটি নেওয়া হচ্ছে।
তাৎক্ষণিক তিনি এ বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানাকে বিষয়টি অবগত করেন। এরপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে টিলাকাটার ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও টিলাকাটা হলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোরও আহবান জানান তিনি।