গোলাপগঞ্জে গণপিটুনিতে নিহত সেই ব্যক্তির পরিচয় মিলেছে,আটক ১

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১ | আপডেট: ৩:২২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১
মেঘলা নিউজ ডেস্ক: সিলেটে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নগর ডেংরী গ্রামের আরিফ আহমদ (২৭)। গতকাল রোববার রাতে নিহত ব্যক্তির পরিচয় পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে সুহেল আহমদ (২২) নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান। তিনি  বলেন, নিহত ব্যক্তির কাছ থেকে একটি পাইপগান ও ডাকাতি হওয়া কিছু মালামাল উদ্ধার করায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল যে লোকটি ডাকাত দলের সদস্য। পরিচয় পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ডাকাত দলে পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে তিনজন স্থানীয়, বাকি দুজন বাইরের। গ্রেপ্তার সুহেল ডাকাত দলের সদস্য। অন্যদের গ্রেপ্তার করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে ডাকাত দলকে ধাওয়া করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচজনই বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম দত্তরাইল গ্রামে গতকাল ভোরে ডাকাত দলকে ধাওয়া করতে গিয়ে পাঁচ গ্রামবাসী গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই মারা যান আরিফ আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে পশ্চিম দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাত হানা দেয়। এরপর ডাকাত দলের সদস্যরা জ্ঞান সেন ও তাঁর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলেন। এ সময় বাধা দিলে তাঁরা জ্ঞান সেনের ছেলে দুলাল সেনকে মারধর করেন। এরপর ডাকাত দলটি ওই বাড়ি থেকে এক হাজার ডলার, দুই লাখ টাকা, পাঁচ ভরি সোনা, ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরাসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায় বলে ওই পরিবারের দাবি।
ডাকাতির ঘটনা জানতে পেরে পশ্চিম দত্তরাইল জামে মসজিদ থেকে কয়েকজন মাইকে ঘোষণা দেন। খবর পেয়ে গ্রামবাসী তাৎক্ষণিক ডাকাতদের ধাওয়া করেন। পরে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হন।
বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add