
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন এলাকায় পুকুরের পানিতে ডুবে তানিম আহমদ মাহি (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ওই কিশোর উপজেলার দক্ষিণ কানিশাইল গ্রামের সুবহান মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মাহি গ্রামের মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এ দুর্ঘটনাটি কিভাবে ঘটছে এবং মাহি সাঁতার জানতো কি-না এই বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গ্রামের মাঠ থেকে ফুটবল খেলা শেষে নিহত তানিম আহমদ মাহিসহ কয়েকজন মুকিতলা গ্রামের কামাল মিয়ার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় কিশোর মাহি। এ সময় অন্যরা অনেক খোঁজাখুঁজি করলেও মাহি’র সন্ধান পাননি। পরে স্থানীয় লোকজন খবর দেন পুলিশ ও ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে রাত ৯টার দিকে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মাহি’র মরদেহ উদ্ধার করে।