গোলাপগঞ্জে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ | আপডেট: ৫:৩০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

মেগলা নিউজ প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রাম থেকে ১ জনকে ও সকাল ১১টার দিকে রায়গড় পশ্চিম (বটরপাড়া) এলাকা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৩৫) দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র ও মুরাদ আহমদ কুটিল (৩০) রায়গড় পশ্চিম (বটরপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মটুকের পুত্র।

পুলিশ জানায়, বুধবার ভোরে এসআই পার্থ সারথি দাসের নেতৃত্বে দত্তরাইল মিশ্রপাড়া গ্রাম থেকে ১১৭ পিস ইয়াবাসহ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সকালে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রায়গড় পশ্চিম (বটারপাড়া) গ্রাম থেকে ৪ বোতল অফিসার্স চয়েজ মদসহ মুরাদ আহমদ কুটিলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপর আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add