
নিজস্ব প্রতিবেদক : পরিবেশ আইন অমান্য করায় সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন এলাকার ৩ ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট।
জানা যায়, গতকাল রোববার দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি লুৎফুর রহমান এবং মোঃ এমরান হোসেন, (পরিচালক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর) সিলেট এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
এসময় পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর আইন; ১৯৯৫ এর ১৫(২) ধারা অমান্য করায় জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা, আমির আলী নামের একজনকে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সর্বশেষ রহমান নামের একজনকে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।